ইন্টারনেট প্যাকেজ কমানোর প্রতিবাদে মানববন্ধন
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৯
ঢাকা: ইন্টারনেট প্যাকেজ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। প্যাকেজ সংখ্যা কমানোর নামে স্বল্প মেয়াদী প্যাকেজ তুলে দেওয়া হলে গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে বলে দাবি করেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে স্বল্প আয় ও প্রান্তিক গ্রাহকদের ব্যবহৃত স্বল্প মেয়াদী ও স্বল্প মূল্যের ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গ্রাহক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ।
সমাবেশে নেতারা বলেন, প্যাকেজ সংখ্যা কমানোর নামে স্বল্প মেয়াদী প্যাকেজ তুলে দেওয়া হলে তা গ্রাহকের প্যাকেজ বেছে নেওয়ার স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। একইসঙ্গে তা গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে। অন্যদিকে তা নির্দিষ্ট মোবাইল অপারেটরের ব্যবসা বৃদ্ধি করে বাজার প্রতিযোগিতার সাম্য অবস্থা নষ্ট করবে।
মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার যখন ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ১, ২ অথবা ৩দিন মেয়াদের মতো স্বল্প মেয়াদী ইন্টারনেট প্যাকেজ বাদ দিয়ে প্যাকেজ সংখ্যা কমিয়ে পরোক্ষভাবে ইন্টারনেটের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যা এই পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। মোবাইল অপারেটরদের ১৫ অক্টোবর থেকে ৩ ও ১৫ দিন মেয়াদি ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। কিসের ভিত্তিতে এমন গণবিরোধী সিদ্ধান্ত বিটিআরসি নিল সেটি আমাদের কাছে বোধগম্য নয়। কারণ বিটিআরসির নিজস্ব জরিপেই উঠে এসেছে, মানুষ প্যাকেজ বেছে নেওয়া স্বাধীনতা চায়।
সমাবেশে আরও বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজেকুজ্জামান, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মোবাইল ফোন ব্যবসায়ী রিচার্জ অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, গ্রিন পিপলস পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাজাহান খান, ডা. আমিনুল ইসলাম ও প্রচার সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/এনএস