মহেশপুরে ৩২ সোনার বার উদ্ধার: ইমাম হুসাইনের জামিন স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৯
ঢাকা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস সোনার বারসহ গ্রেফতারকৃত আসামি ইমাম হুসাইনকে (৩০) হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
তিনি জানান, মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস সোনার বারসহ গ্রেফতারকৃত আসামি ইমাম হুসাইনকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।
তিনি আরও জানান, গত সোমবার (১১ সেপ্টেম্বর) ইমাম হুসাইনকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত বছরের ২২ অক্টোবর সকালে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বি.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ইমাম হুসাইন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।
পরে ইমাম হুসাইনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বিজিবির নায়েব সুবেদার মো. মাহবুব হোসেন।
মামলার এজাহারে বলা হয়, ২২ অক্টোবর টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলযোগে সোনার বার ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে ইমাম হোসেনকে তল্লাশি করে ৩২ পিস সোনার বার পাওয়া যায়। তিন কেজি ৭১৯ গ্রাম ওজনের জব্দ করা সোনার বারের আনুমানিক মূল্য ২ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫৮৫ টাকা।
এরপর অধস্তন আদালতে ইমাম হুসাইনের জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
সারাবাংলা/কেআইএফ/এনএস