Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কৃষি মার্কেটের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫১

প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: অবশেষে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন। আগুন লাগার প্রায় ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রাখা ফায়ার সার্ভিসের তথ্যবোর্ডে জানানো হয়, সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নেভানোর কাজ চলছে। পুরোপুরি নেভাতে সময় লাগবে। এ ঘটনায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কেটটিতে আগুন লাগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। ৩টা ৪৩ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৩টা ৫২ মিনিটে। একে একে সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সকালে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরাও সেখানে কাজ করতে শুরু করেন।

আরও পড়ুন-  আগুনে সম্বল হারানো ব্যবসায়ীদের আর্তনাদ

ফায়ার সার্ভিস বলছে, মার্কেটের ভেতরে বিভিন্ন দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আশপাশে পানির বড় কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

আগুন লাগার খবরে ভোর থেকেই মার্কেটের দিকে ছুটে যেতে থাকেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বৃহস্পতিবার মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন। ফলে আগের দিন সবাই মার্কেট ছেড়েছেন সেভাবেই। বৃহস্পতিবার সকাল বা ভোরের দিকে কোনো ব্যবসায়ীরই মার্কেটে আসার সম্ভাবনা ছিল না। এমন সময়েই আগুন লাগে মার্কেটে। প্রায় সাড়ে তিন শ দোকানে লাগা আগুনে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

কৃষি মার্কেটের আগুন নেভাতেও পানির সংকট

আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী ও বিজিবি মোতায়েন

৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

সারাবাংলা/কেআইএফ/টিআর

আগুন নিয়ন্ত্রণে কৃষি মার্কেটে আগুন মোহাম্মদপুর কৃষি মার্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর