Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ুন কবীর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


১৮ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কদমতলী থানায় হুমায়ুন কবীর ওরফে টিটু হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন আসামিরা হলেন- মো.সোহেল ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ। আসামিরা পলাতক আছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে  খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন, মনির হোসেন, রুবেল ও মোহাম্মদ হোসেন।

যাবজ্জীবনপ্রাপ্তদের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও  ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলা অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর আসামিরা হুমায়ন কবীর অরফে টিটুকে  সার্কুলার রোডাস্থ নোয়াখালী  পট্টি নান্নু জেনারেল স্টোর উপস্থিত হওয়ায় মাত্র পরিকল্পিতভাবে গুলি চালায়। তারা হুমায়নের  লাশ এক ড্রেনের পাশে ফেলে রেখে চলে যায়।

এআই/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর