Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি মার্কেটে আগুন: ৩৫০ কোটি টাকার ক্ষতি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬

ঢাকা: ছয় ঘণ্টারও বেশি সময় ধরে পুড়েছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ কথা বলেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ঢাকা শহরের যতগুলো মার্কেটে আগুন লেগেছে সবগুলো ঘটনাই ঘটেছে ভোররাতে। ভোররাতেই কেন আগুন লাগে? আমি মনে করি এই বিষয়টা খতিয়ে দেখা উচিত।

তিনি বলেন, এখানে কয়েকশ দোকান রয়েছে। প্রয়োজনীয় সব কিছুই সুলভ মূল্যে এখানে পাওয়া যায় বলে মার্কেটটি খুব জনপ্রিয় ছিলো। শুনেছি সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ বলেছে, কিন্তু আমরাতো সে ধরনের কোনো নোটিশ পাইনি।

এসময় টিপু বলেন, আমাদের দাবি একটাই যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায়।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনইউ

অগ্নিকাণ্ড কৃষি মার্কেট ক্ষতি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভেজা মাঠে খেলতেই চাননি মেসিরা!
১২ অক্টোবর ২০২৪ ১১:৪৯

সম্পর্কিত খবর