Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দণ্ডপ্রাপ্ত রিজেন্ট সাহেদের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৯

ফাইল ছবি

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে আদালত তাকে ছয় মাসের জামিন দেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. আখতারুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জামিন শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী মো.আমিনুল ইসলাম ও সৈয়দ জাহাঙ্গীর হোসেন। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার দুদক আইনের ২৬(২) ধারায় সাহেদকে ৩ বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ আপিল করেন। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।

এদিকে, অস্ত্র আইনের মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের দেন আদালত।

সম্পদের হিসাব না দেওয়া ও অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এই মামলা করেন।

২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন টপ নিউজ রিজেন্ট সাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর