Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ম শ্রেণির প্রশ্নপত্র ফাঁস, তদন্ত কমিটি গঠন


১৮ ডিসেম্বর ২০১৭ ১৮:০২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় নাটোরের সদর ও নলডাঙ্গা উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় নলডাঙ্গার আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মোট ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

সারাবাংলা/কেডি/আরসি/টিএম/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর