খালেদা জিয়ার ২ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৮ অক্টোবর
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। ভুয়া জন্মদিন পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদত দেওয়ার অভিযোগে এসব মামলা হয়েছিল।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলা দুটির অভিযোগে বলা হয়, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মহানগর হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।
সারাবাংলা/এআই/টিআর