Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি মানুষের দল, কোনো দানবের নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৯

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি কোনো দানবের দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর রিয়াজউদ্দিন বাজারের তিন পোলের মোড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে মো. শাহজাহান বলেন, ‘আমরা যে মূহূর্তে এই সরকার হটানোর আন্দোলনে রাস্তায় আছি, তখন আমাদের ডেঙ্গু প্রতিরোধের জন্য নামতে হয়েছে। অনেকে অনেক কথা বলতে পারে। তবে আমি বলব বিএনপি মানুষের দল, কোনো দানবের দল নয়। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল, কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল নয়।’

‘জনগণ যখন বিপদগ্রস্ত হয়, তখন জনতার দল হিসেবে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। যেখানে আমরা সরকারের পদত্যাগের দাবিতে এত বড় আন্দোলন করছি সেখানে সারাদেশে আজ ডেঙ্গু নিয়ে কর্মসূচি গ্রহণ করেছি। আমরা মনে করেছিলাম সরকার তার দায়িত্ব পালন করতে সফল হবে। কিন্তু আমরা দেখলাম এই ডেঙ্গু প্রতিরোধেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে অর্থ লুটে পরিপক্ষতা দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন ৪২১ কোটি টাকা খরচে মশা নিধনের যন্ত্রপাতি কিনেছে। যন্ত্রপাতি কেনার কথা ছিল সিঙ্গাপুর থেকে। সে যন্ত্রপাতি কিনেছে চীন থেকে। তার কারণে যতই মশা নিধনের চেষ্টা করুক না কেনো মশা মরবেনা বরং মশা সরকারের সঙ্গে ঠাট্টা তামাশা করে।’

‘সরকার আজ ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তুলে, আলিঙ্গন করে যেভাব আন্দোলনের সাথে ঠাট্টা মশকারি করেছে, সরকারের মশা নিধনের যন্ত্রও মশার সঙ্গে একটা ঠাট্টার সামিল। প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছে কিন্তু সরকারের কোনো খবর নেই। শুধু সেপ্টেম্বরেই ১১৯ জন মানুষ হাসপাতালে মারা গেছে। এই পর্যন্ত ৭৭২ জন রোগী হাসপাতালে মারা গেছে। এর বাইরে যে আর কত মানুষ মারা গেছে তার হিসেব নেই।’

বিজ্ঞাপন

রাতে আওয়ামী লীগ সরকারের ঘুম ভালো হয় না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের একমাত্র আতংক এখন বিএনপি ও আমাদের নেতা তারেক রহমান। রাতের ঘুম মধ্যে তাদের ভালো হয় না। কারন বিএনপির আন্দোলনের স্বপ্ন দেখে হঠাৎ চিৎকার করে ঘুম ভেঙ্গে যায় সরকারের। শুধু ঘুম নয় যে আন্দোলন শুরু হয়েছে সরকারকে গদি ছেড়ে দিতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

‘আমি আহ্বান জানাব চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় যাতে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্প বসানো হয়। যে ক্যাম্পে ডেঙ্গু রোগী আসলে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। রক্তের প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরা গিয়ে রক্ত দেবে। রক্ত শুধু আন্দোলনে দিলে হবে না, মানুষ বাঁচাতেও রক্ত দিতে হবে। এই সরকার রক্ত দিতে পারবে না। সরকার রক্ত দিলে বিশুদ্ধ রক্ত দেবে কিনা তাও আমি জানি না। কারণ সরকারের এত অব্যবস্থাপনা। কোনো ইনজেকশন দিতে গিয়ে কোনটা দেয় আল্লাহ জানে।’

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর