Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ন্যায্য জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৭

ঢাকা: ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসে’র নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেছেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের অবিলম্বে ন্যায্য জ্বালানিতে রূপান্তর অত্যন্ত জরুরি। আমরা যত বেশি অপেক্ষা করব আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যতের জন্য তত বেশি খরচ বাড়বে, ক্ষয়ক্ষতি বাড়বে। নবায়ণযোগ্য শক্তির প্রসার এবং ন্যায্য পরিবর্তনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। নতুন জীবাশ্ম জ্বালানিকে আমাদের না বলার এবং পরিচ্ছন্ন শক্তির বিকল্প গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নয়, বরং জ্বালানি ও জলবায়ু সুরক্ষিত ভবিষ্যতের দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৩’ আয়োজিত মানববন্ধন থেকে এসব কথা বলেন তিনি।

সোহানুর রহমান বলেন, ‘যেভাবে প্রলয়ংকরী বন্যা, তাপ প্রবাহ ও দাবানল বিশ্ব জুড়ে চলছে তা রুখতে হলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতেই হবে। আমরা বৈশ্বিক উষ্ণায়নের বদলে যে সিদ্ধ হওয়ার যুগে প্রবেশ করেছি; সেই আগুনে আর জীবাশ্ম জ্বালানি ঢালা যাবে না।‘

মানববন্ধনে জলবায়ু বিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে এক বার্তায় বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি স্পষ্ট এবং একটি চলমান সংকট। আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করে, ন্যায়সঙ্গত এবং টেকসই নবায়ণযোগ্য শক্তির উৎসগুলোতে দ্রুত রূপান্তর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণরা নির্ভীকভাবে জলবায়ু সুবিচার আদায়ের এই চ্যালেঞ্জটি নিয়েছে এবং আমি গর্বিতভাবে তাদের সঙ্গে একটি টেকসই ভবিষ্যতের জন্য সংহতি জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতিগুলোকে অর্থপূর্ণ কর্মে পরিণত করে তরুণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ন্যায়সঙ্গত এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের তরুণরা বাস্তব জলবায়ুব্যবস্থা, অবিলম্বে পরিবর্তন এবং সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দাবি করেছে। জলবায়ু পরিবর্তনে রূপান্তরমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়।’

ক্যাপসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজামান মজুমদার বলেন, ‘আমাদের নির্মল বায়ুর অধিকার রক্ষা করতে হবে। বিষাক্ত জীবাশ্ম জ্বালানির অত্যাচারের অবসান ঘটাতে হবে। এখনই সময় এগুলো দূর করার। নবায়ণযোগ্য শক্তি সম্প্রসারণ কোনো বিকল্প নয়।’

সারাবাংলা/এআই/এমও

ন্যায্য জ্বালানি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর