ট্রলারের ইঞ্জিন বিকল, ৪ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৩
বাগেরহাট: সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকার গভীর সমুদ্রে এফবি মা নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে চারদিন ধরে ভাসছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এসব জেলেরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেই তাদের উদ্ধারে ফিশিং ট্রলারটির মালিকের সঙ্গে যোগাযোগ করে একথা জানিয়েছে। এরপর থেকে জেলেদের নিয়ে সাগরে ভাসতে থাকা ট্রলারের জেলেরা ফের মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে গেছে।
দুর্ঘটনাকবলিত ওই ফিশিং ট্রলারসহ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। সাগরে ভাসতে ভাসতে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি কোথায় রয়েছে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি কোস্টগার্ড।
ট্রলারে ভাসতে থাকা ১৭ জন জেলের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
ফিশিং ট্রলারটি মালিক বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালাম শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জানান, সমুদ্রগামী তার ফিশিং ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর মাছ ধরতে পাথরঘাটা থেকে সাগরে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অশান্ত সাগরে থাকা সব ফিশিং ট্রলার দুদিন আগেই উপকূলে ফিরে এলেও তার ট্রলারের খোঁজ মিলছিল না। জেলেরা বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার সংবাদ দিয়েছে। বিষয়টি মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনকে জানান হয়েছে।
শুক্রবার বিকাল পর্যন্ত কোস্টগার্ডের আভিযানিক দলটি গভীর সমুদ্রে ভাসতে থাকা এফবি মা ফিশিং ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করতে পারেনি বলে জানান ট্রলারটির মালিক।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন অফিসার লে. মুনতাসীর ইবনে মহসিন বলেন, ‘বিষয়টি জানান পরপরই সুন্দরবনে কোস্টগাডের্র দুবলা স্টেশনের সদস্যরা সাগরে ভাসতে থাকা জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে। বর্তমানে সাগর অশান্ত থাকায় ও ট্রলারটির জেলেরা মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় সন্ধান মিলছে না। আমারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’
সারাবাংলা/এমও