চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহত
১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান ক্যান্টিনগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রহমান সুজন (২০) ওই এলাকার বাসিন্দা। তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান সারাবাংলাকে বলেন, ‘নিহত সুজন এবং তাকে যে ছুরিকাঘাত করেছে উভয়ে পূর্বপরিচিত এবং সমবয়সী বন্ধু। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় উঠতি বয়সের কিশোর-তরুণদের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এদের মধ্যে একটি অংশ উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও নগর যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
জানতে চাইলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘রাজনৈতিক কোনো বিরোধে হত্যাকাণ্ড হয়নি। এলাকায় দু’দল ছেলের মধ্যে গণ্ডগোল হয়েছে। নিজেরাই ঝগড়া করে মারামারি করেছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রুবেল হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘ছুরিকাঘাতে আহত সুজনকে সোহান নামে তার এক বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি। সোহানকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সারাবাংলা/আরডি/এনএস