Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরে ভারত থেকে আসা খৈলবোঝাই ট্রাকে মিলল মাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০০

দিনাজপুর: হিলি স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আমদানি করা খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক উদ্ধার করেছে কাস্টমস। এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হিলি স্থলবন্দরের ২নং ওজন স্টেশনের সামনে থেকে খৈলবোঝাই ভারতীয় ট্রাক (ডাব্লিউ বি ১১সি ১৫২৮) থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। ভারতীয় ট্রাক চালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

বিজ্ঞাপন

হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকের চালকের কেবিন থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।’

এর মধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, ৩ হাজার ৮০০ পিস নেশাজাতীয় অ্যাম্পল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

খৈলবোঝাই ট্রাক মাদক হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর