লিবিয়ার উপকূলে ভেসে আসছে মৃতদেহ
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪২
লিবিয়ার উপকূলীয় অঞ্চল দেরানায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলে আঘাতে সৃষ্ট বন্যার এক সপ্তাহ পরও মরদেহ উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। সমুদ্রের তীরে লাশ ভেসে আসছে এবং ধ্বংসস্তুপের নিচ থেকে মরদেহ পচে দুর্গন্ধ বের হচ্ছে। খবর আলজাজিরা।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন মিশন লিবিয়া জানিয়েছে, বন্যায় নিহতের সংখ্যা ৫ হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে হাসপাতালের তথ্য মতে, মৃতের সংখ্যা ৩ হাজার ৯২২ জন। এদিকে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছিল, মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে এবং হাজার হাজার লোক নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের কারণে অন্তত ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি পুরাতন বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই বিপর্যয় দেখা দেয়।
দেরনা থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ আল বাক্কালি জানিয়েছেন, গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে অন্তত ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জীবিতদের চেয়ে বেশি মৃতদেহ খুঁজে পাচ্ছেন উদ্ধারকারীরা।
লিবিয়ায় নিখোঁজ ব্যক্তিদের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কামাল আল-সিভি বলেছেন, গত তিন দিনে সমুদ্র উপকূল থেকে ৪৫০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘উদ্ধার কাজ চলমান আছে এবং খুব, খুব, খুব জটিল। আমার মতে, এই অপারেশন শেষ করতে মাস এবং বছর প্রয়োজন।’
এর আগে, গত রোববার (১০ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় ড্যানিয়েল’র আঘাতে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো ধ্বংস্তুপে পরিণত হয়েছে। দুটি বাঁধ এবং চারটি সেতু ভেঙে যাওয়ায় দেরনার বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়। সেখানে প্রায় ১ লাখ মানুষ বসবাস করেন।
আরও পড়ুন:
লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লিবিয়া, ১ হাজার মরদেহ উদ্ধার
সারাবাংলা/এনএস