সরকার বহাল তবিয়তে আছে, থাকবে: হানিফ
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৩
কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছে। তারা প্রতি মাসেই বলে আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে বহাল তবিয়তেই থাকবে। এই সমস্ত মেঠো বক্তব্যর আর প্রয়োজন নেই।’
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপিকে সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে হানিফ আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে এবং নিয়ম অনুযায়ীই হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে তারা চরম রাজনৈতিক সংকটে উপনীত হবে।’
হানিফ বলেন, ‘বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল, মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। ক্যান্টনমেন্টে বসে সামরিক উর্দি পড়ে একটা রাজনৈতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।’
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও