সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে আটক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৬
বাগেরহাট: বাগেরহাটে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন ছিটাকটকা এলাকার খাড়ির খাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বোতল কীটনাশক, ছোট ফাঁসের তিনটি নিষিদ্ধ জাল, একটি ট্রলারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন-বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের আলম খানের ছেলে ফেরদৌস খান, সায়েদ চাপরাসির ছেলে আনোয়ার চাপরাসি ও শাহজাহান শিকদারের ছেলে রিয়াদুল শিকদার।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, গোপন সংবাদের মাধ্যমে বিষ দিয়ে মাছ শিকারের খবর জানতে পেরে সকাল ৬টার দিকে কটাকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে খাড়ির খাল থেকে তিন জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।
সারাবাংলা/এনইউ