Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের পাশে বিকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৮

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে গত বৃহস্পতিবার সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদের অর্থ সহায়তা দিয়েছে বিকাশ। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা যাতে সাময়িকভাবে ঘুরে দাঁড়াতে পারেন সে উদ্দেশ্যেই তাদের পাশে দাঁড়ালো বিকাশ।

রোববার মোহাম্মাদপুরে বিকাশের লোকাল ডিস্ট্রিবিউটর অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ একাউন্টে সহায়তার টাকা পৌঁছে দেওয়া হয়।

এসময় বিকাশের ক্লাস্টার হেড, ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আকবর কবীর মো. নিয়ামুল খোদা, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি প্রদীপ কুমার ভট্টাচার্যসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিভিন্ন দুর্যোগ-দুর্ঘটনায় বিকাশ এজেন্টদের পাশে থাকার চেষ্টা করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এবছরেই রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ।

এদিকে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ডোনেশন বাটন থেকে মাস্তুল ফাউন্ডেশন সিলেক্ট করে অথবা মার্চেন্ট নাম্বার ০১৭৩০৪৮২২৭৮ -এর মাধ্যমে অনুদান পাঠিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

সারাবাংলা/এমও