Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সেবা কার্যক্রম বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৪

ঢাকা: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা আগামী ২৮ ঘণ্টা বন্ধ থাকবে।

ফলে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আগামীকাল বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোনো ধরণের সেবা মিলবে না।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান। রক্ষণাবেক্ষণের কাজ চলায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে, সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

সারাবাংলা/জিএস/এমও

এনআইডি সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর