Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের হাতিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৩

ঢাকা: ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। শিক্ষিত দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার হবেন জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম আয়োজিত ‘স্মার্টবাংলাদেশ যুবকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, ‘দেশের যুবকরাই এগিয়ে নিতে পারে দেশের উন্নয়ন। সেজন্য বিশাল যুবসমাজকে প্রযুক্তি শিক্ষা দিয়ে কর্ম শক্তিতে রূপান্তরিত করতে হবে। যুবসমাজকে কর্মে সম্পৃক্ত করতে না পারলে, স্মার্টবাংলাদেশ নির্মাণ সহজ হবে না। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

সরকার যুবকদের বেকারত্ব দূরীকরণে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুবকদের নিয়ে কাজ করছে। দেশের উন্নয়নে ডিজিটাল কার্যক্রম যুবকদের ব্যবসাখাত থেকে অনেক ক্ষেত্রে সফলতা এনে দিচ্ছে। অনেক যুবক এখন ডিজিটালখাতে কাজ করে সফলতা অর্জন করেছে। দেশ এগিয়ে যাচ্ছে তবে তরুণ যুবকরা বেকার থাকলে সেই উন্নয়ন কাজে আসবে না।’

সংগঠনের সভাপতি কৃষিবিদ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি। সভায় আরও বক্তব্য দেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাব্বির তালুকদার প্রমূখ।

অপরদিকে সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সম্পৃক্ততা করতে যুব ব্যাংক গঠন,সরকারিচাকরিতে বয়স সীমা বৃদ্ধি, সহজ শর্তে যুব ঋণ প্রদানসহ ৯ দফা দাবি তুলে ধরেন সাব্বির তালুকদার।

সারাবাংলা/এসজে/এনএস

স্মার্ট বাংলাদেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর