চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি আইস সদৃশ উপাদান বা ক্রিস্টাল মেথ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালামালের বাহক শনাক্ত না হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসের পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় বিজিবি।
বিজিবি ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সারাবাংলাকে জানান, বাসটি পাবনা থেকে চট্টগ্রামের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আইস সদৃশ বস্তুগুলো আটক করা হয়।
‘যাত্রীর আসনের ওপরে ব্যাগ রাখার স্থানে একটি ব্যাগে সেগুলো ছিল। সেখান থেকে প্রায় এক কেজি ওজনের সমপরিমাণ বস্তুগুলো জব্দ করা হয়েছে। ব্যাগের মালিক কে সেটা কেউ স্বীকার করেনি। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে।’
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ।