Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু শিল্পনগর: ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ ‘প্রায় চূড়ান্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১৫২টি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব প্রায় চূড়ান্ত হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ বিদেশি ও দেশি-বিদেশি যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

মুখ্য সচিব আরও জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আগামী বছরের শুরুতে আরও তিনটি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। তবে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের ঘোষণা দিয়ে জায়গা বরাদ্দ নিয়েও কার্যক্রম শুরু করেনি, তাদের বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগকারী খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় শিল্পনগর প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এরপর উৎপাদনে যাওয়া কারখানা পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা মূলত বঙ্গবন্ধু শিল্পনগরের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি দেখতে এসেছি। যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন যেমন- বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তার বিষয় গুরুত্বপূর্ণ। আমরা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আরও কী কী করণীয় আছে সেটা নির্ধারণ করেছি। দ্রুততার সঙ্গে পরিবেশ অক্ষুন্ন রেখে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করা হবে।’

বিজ্ঞাপন

‘এখানকার জনগোষ্ঠী যেসব প্রাকৃতিক সুবিধা পেত, সেটা যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, বরং আরও বৃদ্ধি পায় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এখানে ১৩৯টি পরিবার ছিল। তাদের ঘর করে দেওয়া হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘এ এলাকায় ১৪ লাখ মানুষ কাজ করবে। তাদের আবাসন, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিনিয়োগের নিরাপত্তা, শিল্প কারখা নার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলার বিষয়টি দেখতে হবে। এ জন্য থানাসহ যেসব অবকাঠামো প্রয়োজন সেগুলো করা হবে।’

মুখ্য সচিব বলেন, ‘জেটি তৈরি করা হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। ২৮০ মেগাওয়াট বিদ্যুতের একটি সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে। আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো বিনিয়োগকারী এখানে এসে স্বচ্ছন্দে বিনিয়োগ করতে পারেন। এখন পর্যন্ত ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব প্রায় চূড়ান্ত হয়েছে। তাদের অনেকে কাজ শুরু করে দিয়েছে। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা বিষয়, এখন পর্যন্ত এ বিনিয়োগ প্রস্তাবে আমরা সন্তুষ্ট।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা বিনিয়োগের জন্য জমি বরাদ্দ নিয়েছেন, তাদের বেজার সঙ্গে চুক্তিতে উল্লিখিত শর্ত মেনেই কাজ করতে হবে। অনেক বড় বড় প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহী হয়েছে। তবে যারা বরাদ্দ নিয়ে কাজ শুরু করছে না, তাদের বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগ খোঁজার জন্য আমি বেজা চেয়ারম্যানকে বলেছি।’

অপর এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব জানান, এখন পর্যন্ত এশিয়ান পেইন্ট, নিক্কন, সামুদাসহ পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। আরও তিনটি প্রতিষ্ঠান আগামী বছরের শুরুতে উৎপাদনে যাবে। ১৫২টি প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ দেশি-বিদেশি যৌথ এবং পুরোপুরি বিদেশি মালিকানার প্রতিষ্ঠানও আছে।

শিল্পনগরের ৩৩ হাজার একর জায়গায় পর্যায়ক্রমে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা আছে। প্রথম ধাপে ৭ লাখ এবং প্রকল্প সম্পন্ন হলে ১৫ লাখ লোকের কর্মসংস্থানের টার্গেট আছে।

এসময় বেজা চেয়ারম্যান ইউসুফ হারুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহ মুখ্য সচিবের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার মীরসরাই ও সীতাকুণ্ড এবং ও ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একর জায়গা নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ স্থাপন করা হচ্ছে।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর