Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিন্ডিকেট না ভাঙলে আলু আমদানির সুপারিশ করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭

এ এইচ এম সফিকুজ্জামান

রংপুর: সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২০ সেপ্টেম্বর) রংপুর নগরীর হাজীরহাট এলাকায় আরমান কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমরা কোল্ড স্টোরেজে আলুর দর ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের কর্মকর্তারা সিন্ডিকেট করে আলুর বাজার অস্থির করে তুলেছেন। এসব সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। আরও ৩-৪ দিন দেখব। এর মধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।’

বিজ্ঞাপন

একইসঙ্গে কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজি দরে আলু কিনতে বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানান ভোক্তার ডিজি।

এ সময় রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোবাশ্বের হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলামসহ ভোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএইচএস/এনএস

আলুর দাম এ এইচ এম সফিকুজ্জামান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর