Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের মারামারি, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি থানার নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামী ৩ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ রয়েছে। এই কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি প্রস্তুতি সভা আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত আছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা সারাবাংলাকে বলেন, ‘দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও সদস্যসচিব মোস্তাক আহমেদ খানের গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এনাম গ্রুপের নেতাকর্মীরা মোস্তাক ভাইয়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। পরে তাকে অফিসে নিয়ে আসা হয়। দুই পক্ষের মারামারিতে আট থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলে, ‘আমরা তো বাইরেই ছিলাম। মারামারি হলে আমাদের চোখে পড়ত। হয়তো কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।’

সারাবাংলা/আইসি/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর