Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৭

ঢাকা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের শুল্ক আদায়কারী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুদকের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন মামলা দু’টি দায়ের করেছেন। কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রফিকুল ইসলাম নিজ নামে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে গোপন করেছেন। ওই গোপন করা সম্পদসহ মোট ১ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

অপরদিকে তার স্ত্রী শাহিদা বেগমের দাখিল করা সম্পদ বিবরণীতে ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানকালে আসামি শাহিদা বেগমের নামে ২০১৮-২০১৯ করবর্ষ পর্যন্ত ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসজে/এমও

দুদক দুদকের মামলা বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর