Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোগীর চিকিৎসায় স্যালাইন কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৩

ঢাকা: সারাদেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০ লাখ পিস স্যালাইন কিনবে সরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে এ স্যালাইন কেনা হবে। এর জন্য আনুমানিক ব্যয় হবে ২৯ কোটি ১৯ লাখ টাকা।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র এ সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন,স্বাস্থ্য অধিদফতর ২০ লাখ পিস স্যালাইন কিনবে। এর মধ্যে ১ হাজার মিলিলিটারের ১২ লাখ পিস সাধারণ স্যালাইন এবং ৮ লাখ পিস গ্লুকোজ স্যালাইন আইভি ফ্লুইড রয়েছে।

তিনি বলেন, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে খাদ্য অধিদফতর সরাসরি ক্রয় পদ্ধতিতে চট্টগ্রাম সাইলোর বিএমআরইকরণ করার পৃথক আরেকটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

অতিরিক্ত সচিব আরও জানান, ক্রয় কমিটি’র বৈঠকে ১১টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৯১ কোটি ৬৬ লাখ টাকা।

বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে ১৪ কোটি ৩৩ লাখ টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ‘ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরায় দু’টি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের একটি প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে যৌথভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেড; ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ও রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ২৪১ কোটি ৯৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ডেঙ্গু রোগী স্যালাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর