Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে একদিনে ফের রেকর্ড ২১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩,০১৪

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৭

ঢাকা: দেশে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। এর আগে, গত ২ সেপ্টেম্বরও দেশে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়। ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু হয়েছে ১০ জনের, ঢাকার বাইরে ১১ জনের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৭ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে এক লাখ ৭৬ হাজার ৮১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৮৩৩ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৯৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৮১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৫ হাজার ৬৮০ জন। এর মাঝে ঢাকায় ৭১ হাজার ৪২৬ এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

ডেঙ্গু রেকর্ড মৃত্যু হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর