চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুনের ঘটনায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এই রায় দেন।
দণ্ডিত তিনজন হলেন- মো. শামীম, মো. মাসুদ, ও মো. দেলোয়ার।
আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ সারাবাংলাকে জানান, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০২ ধারায় ওই তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি শামীম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি মাসুদ ও দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, ২০০৭ সালের ২১ আগস্ট রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল গেইটের সামনে ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলামের রিকশা থামিয়ে আসামিরা রিকশাচালককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর নুরুলকে রিকশা থেকে নামিয়ে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে নুরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ১০ মিনিট পর তিনি মারা যান।
এই ঘটনায় নুরুল ইসলামের বড় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৮ সালের ১৫ জানুয়ারি মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। একই বছরের ২৩ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত।
মামলায় ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত রায় দেন।