Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘প্রতিরোধ স্কোয়াড’ মোতায়েন করবে আওয়ামী লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩

বর্ধিত সভায় বক্তব্য রাখছেন আ জ ম নাছির। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: রাজপথে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘প্রতিরোধ স্কোয়াড’ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি অপশক্তির নীলনকশা অনুযায়ী ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের আলামত স্পষ্ট হয়ে উঠেছে। সম্ভাব্য এই সহিংসতার বিরুদ্ধে আমাদের এখন থেকে তৈরি হতে হবে। নাশকতা রাজপথে মোকাবেলার জন্য দলের সব স্তরের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলা হবে। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই স্কোয়াড নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে রাষ্ট্রক্ষমতায় থেকে একটি গরীব দেশকে উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এটা একাত্তরের পরাজিত শক্তি ও তাদের আন্তর্জাতিক মুরব্বিরা সহ্য করতে পারছে না। বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি তাদের কাছে কখনো মাথা নত করবে না।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সবচেয়ে বড় বিপদ হবে বাংলাদেশের। মুহূর্তের মধ্যে ধুলোয় লুটিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক ও ভৌগলিক অস্তিত্ব। তাই জাতীয় অস্তিত্ব রক্ষায় মরণপণ লড়াইয়ের জন্য মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিলেই এই লড়াই শুরু হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে দেশকে আবারও এক-এগারোর মতো দুঃসময়ে ঠেলে দিতে চায়, তাদের বদ মতলব আমরা বরদাশত করতে পারি না।’

বিজ্ঞাপন

নগর কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু; যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম; সাংগঠনিক সম্পাদক শফিক আদনান; প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক; আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী; তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর; এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীসহ অন্যরা।

সারাবাংলা/আরডি/টিআর

আ জ ম নাছির চট্টগ্রাম আওয়ামী লীগ টপ নিউজ প্রতিরোধ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর