Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আর্মেনিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৯

ছবি: বিবিসি

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজারবাইজানের সঙ্গে নাগোর্নো-কারাবাখ সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) আর্মেনীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন দেশটির হাজার হাজার মানুষ। এ সময় তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি করেন। খবর বিবিসি।

সামরিক আক্রমণের ২৪ ঘণ্টা পরে এই অঞ্চলের উপর তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে আজারবাইজান। মূলত আজারবাইজানের শর্ত মেনে নাগোর্নো-কারাবাখে আর্মেনীয় বাহিনীর যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবলের পর বিক্ষোভ করেন আর্মেনিয়ার নাগরিকরা।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলে আর্মেনিয়ানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য দেশটির সরকারকে দায়ী করেছে। তারা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নাগোর্নো-কারাবাখের লড়াইয়ে অনেক ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। সেখানে বসবাসকারী আর্মেনীয়াদের সাহায্য করার জন্য তিনি সামান্য কিছু করেননি।

বিরোধপূর্ণ ভূখণ্ডটি আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে এর বিশাল এলাকা তিন দশক ধরে আর্মেনীয়দের দ্বারা নিয়ন্ত্রিত ছিল।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস

আর্মেনিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর