Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদিনই সৌদি আরব ও ইসরাইল আরও কাছাকাছি হচ্ছে: যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ক্রমাগত এগিয়ে যাচ্ছে সৌদি আরব। বুধবার (২০ সেপ্টেম্বর)  মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্সে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলের আমাদেরও একটি লাগবে।

সাক্ষাৎকারে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে যুবরাজ সালমান বলেন, ‘প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

বিজ্ঞাপন

গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এই অঞ্চলে দুই মিত্র ইসরাইল ও সৌদি আরবেরও সম্পর্কও স্বাভাবিক করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

সৌদি যুবরাজ এমন সময় এই সাক্ষাৎকার দিয়েছেন, যখন জো বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দুই মিত্রের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা জোরদার করেছে।

স্বাভাবিকীকরণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা। এছাড়া বেসামরিক পারমাণবিক সহায়তাও চায় সৌদি আরব। সেইসঙ্গে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে একটি সমাধানে আসতে চায় রিয়াদ।

মোহাম্মদ বিন সালমান সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের জন্য ফিলিস্তিন ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের সমাধান করতে হবে। এখন পর্যন্ত ভালো আলোচনা অব্যাহত রয়েছে। আমাদের দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। আশা করি এটি এমন একটি জায়গায় পৌঁছাবে, যা ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে। ইসরাইলকে মধ্যপ্রাচ্যের খেলোয়াড় হিসেবে পাওয়া যাবে।’

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। ইসরাইলের কাছে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে অনুমান করা হয়। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র থাকার কথা অস্বীকার করে থাকে।

এ প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘এটি একটি খারাপ পদক্ষেপ। আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনাকে বাকি বিশ্বের সঙ্গে একটি বড় লড়াই করতে হবে।’

ইরান পারমাণবিক বোমা পেলে কী হবে- এমন প্রশ্নের জবাবে সৌদি আরবের যুবরাজ বলেন, ‘তারা যদি একটি পায়, আমাদেরও একটি পেতে হবে।’

সারাবাংলা/ইআ

মোহাম্মদ বিন সালমান সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর