Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাদের কথা-বার্তায় জমিদারি ভাব আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫০

ফজলে নূর তাপস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি- বাঁ দিক থেকে)

ঢাকা: ‘ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘তাদের ক্যারেক্টার, তাদের কথা-বার্তা বলা, সব কিছুর মধ্যে একটা প্রচণ্ড রকম সন্ত্রাসী ব্যাপার আছে; একটা জমিদারি ভাব আছে। এটা হচ্ছে তাদের জমিদারি। এই জন্য কাকে তারা ঢুকতে দেবে, কী দেবে না, সেটা বলছে। এগুলোকে আমরা গুরুত্ব দেই না। কারণ, এগুলো অতীতে বহু ফেস করেছি। আর কে কি বলল না বলল, তাতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই, তারা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায়।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের মতামত ও সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানোর জন্য এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মির্জা ফখরুল জানান- তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ভার্চুয়াল বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরে তিনি বলেন, ‘বৈঠকে অধিকারের সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং পরিচালক এ এম এম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়ায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা মনে করে এই রায়ের ফলে বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা আরও বাড়বে।’

তিনি বলেন, ‘গত কয়েক বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলা দেওয়ার ঘটনাগুলো বেড়েই চলছে। অধিকার ও অন্যান্য মানাবিধকার সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রকাশ করে বাংলাদেশের মানাবিধকার রক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্রমাগতভাবে বিচার ব্যবস্থার দলীয়করণ বিষয়ে প্রতিবাদ করে আসছে। যখন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আদিলুর রহমান খান ও এ এম এম নাসির উদ্দিনের কারাদণ্ডের প্রতিবাদ করছে, তখন বিচারকদের বি সি এস জুডিসিয়াল ক্যাডার সার্ভিস এসোসিয়েশনের বিবৃতি প্রদান নজীরবিহীন ঘটনা এবং তা নিরপেক্ষ আচরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। বিএনপি মনে করে, বিচার ব্যবস্থার সকল পর্যায়ের বিচারকদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ তাপস মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর