Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯

ফাইল ছবি

ঢাকা: সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে এগুচ্ছে তাতে তো জনগণ রুখে দাঁড়াবে পরিষ্কার বোঝা যাচ্ছে। জনগণই তাদের অধিকার আদায় করবে। জনগণ তো লড়াই করে, যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। ১৯৯০ সালে এরশাদের সময় জনগণ লড়াই করে, সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এখনও জনগণ লড়াই করছে, সংগ্রাম করছে। শেখ হাসিনার সরকার থাকলে এটা সংঘাতের দিকে যাবে, আরও খারাপের দিকে যাবে এবং সংঘাত আরও বাড়তে থাকবে। এখনও তো সংঘাত শুরু হয়নি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, দেশকে রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষা করার জন্য আপনারা দয়া করে এই জায়গা থেকে সরে পদত্যাগ করেন। পদত্যাগের দাবি তো আমরা সে জন্যই জানিয়েছি। প্লিজ এই জায়গা থেকে সরে আসেন, পদত্যাগ করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে পারে, জনগণের পার্লামেন্ট গঠন করতে পারে, তার ব্যবস্থা করেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি বারবরই বলে আসছি আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সম্ভব না, এটা পরীক্ষিত। আমরা পরপর দুইটি নির্বাচন অতীতে করেছি এবং তাদের অধীনে যে কখনও কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না, এ ব্যাপারে সন্দেহ কারোই থাকার কথা নয়। তবে এবার যখন প্রধানমন্ত্রী ভিনদেশে গিয়ে বিদেশিদের কাছে কথা দেন যে, খুব সুন্দর অবাধ নির্ব্চান হবে, কোনো চিন্তার কারণ নাই। তখন ইউরোপীয় ইউনিয়ন টপ অবজারভেটারি টিম পাঠিয়েছিল। এই টিমটা খুব এক্সনেটসিভলি ঘুরেছেন, সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে যেটা তারা পরিষ্কার করে বলেছেন যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নাই। এখানে অবজারভার টিম পাঠানোর পরিবেশ নেই।’

‘ইটস প্রুভেন, এটা প্রমাণিত হয়ে গেল যে, ইউরোপীয় ইউনিয়নের যে টিম এসেছিল সেই টিমের কথা। এটা নতুন করে বলে, বারবার করে বলে তো লাভ হচ্ছে না। কারণ, উনারা তো কানে দিয়েছেন তুলো ওদের (সরকারি দলের নেতাদের) বক্তৃতা শুনলে দেখবেন একটাই জিনিন জোর দিচ্ছে তারা যে, হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতেই হবে… এট দ্য কস্ট অব দ্য কান্ট্রি, এট দ্য কস্ট অব দ্য নেশন, কস্ট অব ডেমোক্রেসি। এই যে বিষয়টা কি একটা জাতি যারা দেশের জন্য যুদ্ধ করেছে, যারা লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে সেই জাতি মেনে নেবে?- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা শত প্ররোচনার মুখেও একেবারে শান্তিপূর্ণ আন্দোলন করছি। এত গ্রেফতার, মামলা, অত্যাচার নির্যাতনের পরও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত যাব। এটার শেষ পরিণতি কী হবে তা নির্ভর করবে সরকারের ওপর, সরকারের আচরণ কী হচ্ছে তার ওপরে নির্ভর করবে।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর