Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৪

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ফিরোজ মুন্সির ছেলে শাহাবুল, সদর উপজেলার খনজনপুর মিশন রোডের তানসেন আলীর ছেলে সুমন ও নতুনহাট শেখপাড়ার মৃত ছামছদ্দীনের ছেলে লিটন শেখ। এছাড়া ১০ বছর দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আকবর মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুলাই পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ৮০পিস নেশাজাতীয় ইনজেকশনসহ শাহাবুল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালের ১৩ এপ্রিল পাঁচবিবির দমদমা পল্লীবিদ্যুৎ এলাকায় ২০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ লিটন শেখকে গ্রেফতার করা হয়। এছাড়া ২০১৮ সালের ২৬ আগস্ট বাগজানা এলাকা থেকে ৫৪পিস ইনজেকশনসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর