Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণধর্ষণের মামলায় ৪ আসামিকে অব্যাহতির সুপারিশ


১৮ ডিসেম্বর ২০১৭ ১৮:২০

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানী বনানীর কড়াইল বস্তিতে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪ আসামীকে মামলা থেকে অব্যাহতির জন্য সুপারিশ করেছে পুলিশ।

গত ৭ ডিসেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন এ সুপারিশ করেন।

পরবর্তী ব্যবস্থার জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বদলির আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

অব্যাহতির সুপারিশ পাওয়া আসামিরা হলেন, জুনায়েদ, শামীম হোসেন ওরফে নায়েব আলী, সোহাগ আখন্দ ও নাতিব আলী।

আমেনা খাতুন চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, বহুদিন ধরে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবসায় আধিপত্য নিয়ে বনানীর কড়াইল বস্তিতে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিলো। প্রতিপক্ষ আধিপত্য বিস্তারে সুবিধা করতে না পেরে বাদীকে নিয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

প্রতিবেদনে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেন তিনি।

গত ৩ মার্চ গার্মেন্টসে কাজ শেষে বাসায় ফেরার পথে আসামিরা বাদীকে সিএনজিতে করে জুনায়েদের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর