এডিস কন্ট্রোল রুমে ৩ মাসে ৩ ফোন!
২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৬
ঢাকা: তিন মাস পার হয়ে গেলেও সাড়া মিলছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এডিস মোকাবিলায় চালু কন্ট্রোল রুমে। গত জুনে উদ্বোধনের পর এখন পর্যন্ত তিন মাসে তিনটি ফোন কল এসেছে।
দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ফোন কল, ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এডিস মশার প্রজননস্থলের খবর দেওয়ার আহ্বানে সাড়া মিলছে না।
১৮ জুন থেকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত আসা তিনটি ফোনই এসেছে এ মাসে। এর মধ্যে ২০ সেপ্টেম্বরের দুটি ফোন কল ও ২১ সেপ্টেম্বর কল আসে একটি। এ ছাড়া ডিএসসিসির ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে ৩০টির মতো মেসেজ এসেছে।
সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
নিয়ন্ত্রণ কক্ষে ফোন দেওয়ার পনের মিনিটের মধ্যে মশককর্মী পৌঁছে যাওয়ার কথা থাকলেও রাজধানীবাসীর সাড়া না পাওয়ায় হতাশ সিটি করপোরেশন। তারা বলছেন, জনগণের সাহায্য ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। তাদের মশককর্মীরা প্রতিদিনই সকালে লার্ভিসাইডিং ও বিকেলে অ্যাডাল্টিসাইডিং করলেও সবজায়গায় তারা হয়ত যাচ্ছে না। এক্ষেত্রে রাজধানীবাসী যদি তথ্য দেয় সেক্ষেত্রে বাদ পড়া জায়গাগুলোতেও মশকনিধন করা সম্ভব হবে।
এর আগে, বিভিন্ন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস তথ্য জানানোর পনেরো মিনিটের মধ্যে মশককর্মী পৌঁছে যাওয়ার কথা বলেছেন।
আবু নাছের বলেন, ‘আমরা শুধু তথ্য পেলেই মশককর্মী পাঠাচ্ছি না, ডেঙ্গু আক্রান্ত রোগীর ঠিকানা জানলে সেখানেও মশকনিধনে পাঠানো হচ্ছে। নিয়ন্ত্রণকক্ষের নম্বর সংবাদের, টেলিভিশনে স্ক্রলে, ডিএসসিসির ফেসবুকে প্রচার করা হলেও রাজধানীবাসীর সাড়া পাওয়া যাচ্ছে না।’
মশার লার্ভা পেলে জরিমানা করতে পারে এই ভয়ে ফোন কম আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিয়মিত অভিযানে লার্ভা পেলে জরিমানা করছি। কেউ মশক প্রজননক্ষেত্রের তথ্য দিলে সেখানে মশককর্মী পাঠানো হবে। তাছাড়া নিয়মিত অভিযানের ক্ষেত্রেও বাসাবাড়ির জরিমানার পরিমাণ খুব বেশি না। তাছাড়া মাননীয় মেয়রের নির্দেশনা আছে কোনো বাড়িতে ডেঙ্গু রোগী পাওয়া গেলে যেন সেখানে জরিমানা করা না হয়।’
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর- ০১৭০৯৯০০৮৮৮। বাসিন্দাদের এই নম্বরে কল করে তথ্য জানাতে বলেছে সংস্থাটি। এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের ফেসবুক পেজে মেসেজ করে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন তারা।
সারাবাংলা/আরএফ/একে
এডিস মশা টপ নিউজ ডিএসসিসি ডেঙ্গু মোকাবিলা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন