Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে বৃষ্টির পানি, বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ৪ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৭

ঢাকা: রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে জমে ছিল বৃষ্টির পানি। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চার জন প্রাণ হারিয়েছেন। ওই পরিবারেরই সর্বকনিষ্ঠ ৯ মাস বয়সী শিশুটি প্রাণে বেঁচে গেছে এ ঘটনায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটে এ ঘটনা। ওই সময় বিদ্যুতায়িত পাঁচজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। তাদের সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, প্রবল বর্ষণে সড়কে পানি জমে ছিল। সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় একই পরিবারের চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে অনিক নামে আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাদের সবাইকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭) মারা গেছেন এ ঘটনায়। তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হওয়া অনিকও (২০) মারা গেছেন। মিজান-মুক্তা দম্পতির ৯ মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইসই কেবল এ ঘটনায় বেঁচে আছে। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচজন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএসআর/টিআর

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর