Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা তিনি নিয়েছেন। কারণ তিনি তরুণ প্রজন্মের শিক্ষা অর্জন, তাদের কর্মোপযোগী করা এবং তাদের সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্র আয়োজিত ‘দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আরেফিন সিদ্দিক বলেন, ‘তিনি (শেখ হাসিনা) প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাতেও গুরুত্ব দিয়েছেন। গ্রামের স্কুলে এখন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। নারীশিক্ষায় তিনি সবসময় জোর দিয়েছেন। এমনকি গতকাল জাতিসংঘের অধিবেশনে তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব পদে কেন এখনও নারী আসেনি?’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং। বরাবরই তার রাজনৈতিক, সামাজিক অস্তিত্বে হুমকি এসেছে। সেসব হুমকি সাহসের সঙ্গে মোকাবিলা করে তিনি এ পর্যায়ে এসেছেন। একবার তাইওয়ান থেকে একজন নোবেল বিজয়ী শিক্ষাবিদ বাংলাদেশে আমার ব্যক্তিগত দাওয়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছিলেন যে, আমরা ভাগ্যবান, কারণ আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি প্রাথমিক থেকে উচ্চতর অর্থাৎ পুরো শিক্ষাখাতের বিষয়ে অবগত রয়েছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডুয়েট উপাচার্য অধ্যাপক হাবীবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতারসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাবান্ধব

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর