জল থইথই নিউমার্কেট । ছবি
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৯
রাজধানী ঢাকায় ছয় ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি। তাতেই ঢাকার রাজপথের চেহারা বদলে গেছে। মূল সড়কসহ অলিগলি সব পানির নিমজ্জিত। রাত শেষে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও সে অবস্থার বদল হয়নি অনেক এলাকায়। ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটেরও একই দশা। নিউমার্কেটের সামনের সড়কে রীতিমতো হাঁটুপানি, রিকশার পাটাতনেও উঠে যাচ্ছে সেই পানি। নামার রাস্তা না পেয়ে মার্কেটের ভেতরেও প্রতিটি জায়গাতেই জমে রয়েছে পানি। স্বাভাবিকভাবেই ফুটপাতে বসতে পারেনি কোনো দোকান। অন্য দোকানগুলোও দুপুর পর্যন্ত খোলার পরিস্থিতি ছিল না। আর দোকান খুলেই বা কী হবে, এই হাঁটুপানি ডিঙিয়ে কোন ক্রেতাই বা আসবেন!
নিউমার্কেটের ভেতর-বাইরের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- নিউমার্কেটের প্রবেশপথ, ১ নম্বর গেটের সামনে এরকম হাঁটুপানি দেখা গেছে দুপুর পর্যন্ত
- ১ নম্বর গেটের সামনের সড়কে যাত্রীবাহী রিকশা-ভ্যানগুলো যেন হয়ে যাচ্ছিল নৌকা
- এই দুর্ভোগেও শৈশবের আনন্দে মাতোয়ারা কয়েকটি শিশু
- নিউমার্কেটের ভেতরের চিত্র, প্রতিটি রাস্তাই ডুবে গেছে পানিতে
- সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের দুপুরে যেখানে ক্রেতার ভিড় থাকার কথা, সেখানে দোকান খোলারই সাহস করেননি কেউ
- জল জমে থাকা নিউমার্কেটের সড়কে বড় বড় ড্রামগুলো যেন হয়ে গেল ভেলা
- সেই ভেলায় সেলফিবাজিও থেমে ছিল না
- দোকানের সব কাপড় ভিজে একসার, তাই ছাদে নিয়ে শুকানোর চেষ্টা