Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে মাদকাসক্তের ছুরিকাঘাতে হকারের মৃত্যু


১৫ মে ২০১৮ ১৩:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজের ওপরে এক মাদকাসক্তের ছুরিকাঘাতে নূর নবী (২৩) নামে হকারের মৃত্যু হয়েছে। পরে ওই খাইরুল ইসলাম (৪৫) নামের ওই মাদকাসক্ত ব্যাক্তি গণপিটুনিতে আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নূর নবী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ জেলার শাহ সুলতান গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। চকবাজার উর্দু রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছোট ভাই শাহ পরান জানান, তারা দুই ভাই ৩ বছর ব্রিজের ওপরে কসমেটিকসের ব্যবসা করতো। সকালে ব্রিজের ওপর নূর নবীর সাথে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোকটি ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর নবীকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ওসি (অপারেশন) শফিকুল ইসলাম জানান, সকালে ফুটওভার ব্রিজের ওপরে খাইরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির সাথে ঝগড়া বাধে। একপর্যায়ে খাইরুল তার কাছে থাকা ছুরি দিয়ে নূর নবীর গলায় আঘাত করে। পরে স্থানীয়রা খাইরুলকে গণপিটুনি দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে খাইরুল মাদকসেবী, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর