Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমন কর্মসূচি আসবে, সরকারের ক্ষমতা তছনছ হয়ে যাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৪

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার পতনের লক্ষ্যে সারাদেশ ফুঁসে উঠেছে। আজকেও যাত্রাবাড়ী ও উত্তরায় জনতার ঝড় উঠেছে। এই ঝড় যদি শহরের দিকে, সচিবালয়ের দিকে রওনা দেয় তাহলে কি সরকার টিকে থাকতে পারবে? কেউ টিকে থাকতে পারবে না।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুতি নেন। এমন আন্দোলন কর্মসূচি আসবে, সরকারের ক্ষমতা তছনছ হয়ে যাবে।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।

সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘গত ১৫ বছরে ঢাকাসহ সারাদেশে লাখ লাখ নেতা-কর্মীকে জেলে নিয়েছেন, অবিচার, অনাচার করেছেন। অনেক কষ্ট সহ্য করেছি। এই জুলুম আর সইতে পারব না। আমরা আজ জুলুমবাজদের বিরুদ্ধে রূখে দাঁড়িয়েছি, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রূখে দাঁড়িয়েছি।’

মির্জা আব্বাস বলেন, ‘সরকার পোড়ামাটির নীতি অবলম্বন করছে। দেশের মানুষ পুড়ে ছারখার হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না। এরা মাটি চায়। গুম করে খুন করে জেলে ঢুকিয়ে, অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। অথচ, এখনও ক্ষমতার লোভ যায় না। কী আছে ক্ষমতায়! কোনো ভদ্রলোকের বিরুদ্ধে মিছিল হলে সে ক্ষমতা ছেড়ে দেয়। অথচ আজ সারাদেশ এ সরকারকে না বলে দিয়েছে, তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে আছে।’

তিনি বলেন, ‘চাল-ডাল-চিনিসহ এমন কিছু নেই যার দাম বাড়েনি। দাম কমেছে শুধু মানুষের। ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। করোনায় মানুষ মারা গেল, সেখানে তারা ব্যবসা করল। জনগণের প্রতি এদের কোনো মায়া-মমতা নেই।’

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘আজকে শতশত সাংবাদিক থাকলেও সত্য লেখার ক্ষমতা নেই। ৭৪ সালে যেভাবে চারটি বাদে সব গণমাধ্যম নিষিদ্ধ করেছিল, আজ একই কায়দায় গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। এরা আবার ক্ষমতায় এলে সব গণমাধ্যম বন্ধ করে দেবে। আজকে কারও স্বাধীনতা নেই। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করি।’

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ আন্দোলন টপ নিউজ বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর