Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটর্নি জেনারেলের আচরণ দুরভিসন্ধিমূলক: মওদুদ


১৫ মে ২০১৮ ১৩:৫১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আজ মঙ্গলবার খালেদা জিয়ার জামিনের রায় দেওয়ার দিন ধার্য ছিল। তবে শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল নতুন করে শুনানির ইচ্ছা প্রকাশ করলে সব ভেস্তে যায়। তার এরকম আচরণ দুরভিসন্ধিমূলক।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে আপিল বিভাগের শুনানি মুলতবি হলে আইনজীবীরা বেরিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, ‘আইন অনুযায়ী খালেদা জিয়া আজ জামিন পেতেন। অ্যাটর্নি জেনারেল সময়ক্ষেপণ করতেই আজ নতুন করে শুনানি করেন। এটা দুরভিসন্ধিমূলক। আমরা আশা করছি আগামীকাল খালেদা জিয়া জামিন পাবেন।’

এর আগে শুনানি শেষে বিএনপি চেয়ারপারসনের জামিন প্রশ্নে রায় দেওয়ার নতুন দিন ঠিক করেন প্রধান বিচারপতি মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। মঙ্গলবার সকালে এ মামলার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নতুন করে আরও কিছু শুনানি করতে চাইলে দুপুর ১২টায় ফের শুনানির সময় দেন আদালত। এরপর জামিনের পক্ষে বক্তব্য দেন খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বুধবার রায় দেওয়ার দিন ঠিক করেন।

সারাবাংলা/ইউজে/এমও

আরও পড়ুন: খালেদার জামিন বিষয়ে রায় বুধবার


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর