Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুর নাগাদ ভোট পড়েছে ৫০ শতাংশ


১৫ মে ২০১৮ ১৪:০২

।।মেসবাহ শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট।।

খুলনা থেকে: একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ এবং কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা সিটি করপোরেশন নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু একে অন্যের প্রতি দোষারোপ করলেও মাঠ পর্যায়ের পরিবেশ তেমনটি দেখা যায়নি। ভোটার উপস্থিতি বেশি। দুপুর সাড়ে ১২ টা নাগাদ অন্তত ৫০ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে।

৬ নং ওয়ার্ডের শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের পুরুষ ভোটার ১৩৭৪ জন। এর মধ্যে ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩৮ টি। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পরিতোষ কুমার হোড় জানান, ভোট গ্রহণের হার প্রায় ৫০ ভাগ। উপস্থিতি ভালো, তেমন কোনো ঝামেলা নেই।

৪৩ নং শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও প্রায় একই। সেখানকার ১৩২০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা নাগাদ ভোট পড়েছে ৪৮৯ টি।

নগরীর উত্তর দেয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় পুরুষ মোট ১৯২৩ ভোটের মধ্যে সকাল সাড়ে দশটার মধ্যে ৪৯৪ ভোট কাস্টিং হয়েছে।

প্রিসাইডিং অফিসার শেখ মামুনুর রশীদ জানান, তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি সকালের দিকে বেশি থাকলেও এখন প্রচণ্ড রোদ তাই উপস্থিতি কম। দুপুরের পরে ভিড় আবার বাড়বে বলে মনে করেন তিনি।

এ কেন্দ্রের ভোটার সাদিয়া মাহজাবিন বলেন, দৌলতপুর এলাকার ভোটের পরিবেশ সবসময়ই মোটামুটি শান্ত থাকে। এবারও রয়েছে। মহিলাদের উপস্থিতি বেশি। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি নিজেও ভোট দিয়েছি। তেমন কোনো অনিয়ম চোখে পড়েনি।

দৌলতপুর মহসিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অবস্থাও প্রায় একইরকম। সেখানকার প্রিসাইডিং অফিসার শেখ কামরুজ্জামান জানালেন ফারহানা বেগম নামের এক মহিলার ভোট দেওয়া হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটা নামের ভুলের কারণেও হতে পারে। আমি বিকেলে আবার তাকে আসতে বলেছি। এ কেন্দ্রের ভোটার সংখ্যা মহিলা ভোটার সংখ্যা ২১০২ জন। বেলা ১২ টা নাগাদ ভোট কাস্ট হয়েছে ১০০০।

এদিকে নগরীর বয়রা এলাকার রায়ের মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রের ৫ নং বুথে ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থীর কোনো এজেন্ট নেই। পাশের ৪ নং বুথের ধানের শীষের এজেন্ট আসলেও তাকে সিটে পাওয়া যায়নি। প্রচণ্ড রোদ থাকায়্ মাঠে ভোটারের জন্য নির্ধারিত লাইন ফাঁকা।

এ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ইসরাত জাহান জানান, দুপুরের দিকে গরমের কারণে ভোটার উপস্থিতি কম। তবে সকালে বেশ দীর্ঘ লাইন ছিল। আশা করছি রোদ পড়লে আবার ভোটার বাড়বে।

তিনি জানান, তার বুথের মোট ৪৫০ ভোটের মধ্যে দুপুর সাড়ে ১২ টা নাগাদ ভোট পড়েছে ২৩১ ভোট। এমন অবস্থা অন্যান্য বুথেরও। এ কেন্দ্রের মোট ভোটার ১৫৯৮ জন।

ভোট কাস্টিংয়ের এমন চিত্র নগরীর খুলনা সরকারি মহিলা কলেজ, পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় সব কেন্দ্রেরই।

বয়রা মহিলা কলেজ কেন্দ্রের ভোটার ৮২ বছর বয়সী শামসুল হক বলেন, খুব সুষ্ঠু ভোট হচ্ছে। যেমনটি মানুষ আশঙ্কা করেছিল তেমন কোনো অঘটন ঘটেনি।

এদিকে নগরীর ইকবাল নগর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। সেখানকার প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, কিছু দুষ্কৃতিকারী কেন্দ্রে ঢুকে ভোট ব্যালটে সিল মেরেছে এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৩১ নং ওয়ার্ডের লবণচরার একটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট বন্ধ ছিল। এছাড়া নির্বাচনি মাঠের সার্বিক পরিবেশ দুপুর দেড়টা নাগাদ মোটামুটি শান্তিপূর্ণ ছিল।

সারাবাংলা/এমএস/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর