ময়মনসিংহে চলছে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৩
ময়মনসিংহ: সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলাদেশ পুস্তক-প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ময়মনসিংহে ৭ দিনব্যপি বিভাগীয় বইমেলা চলছে।
মেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত আট পর্যন্ত চলবে। আর মেলা শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চলবে শিশুতোষ অনুষ্ঠান কচি-কাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের গল্প শোনার অনুষ্ঠান।
বইমেলায় বাংলা একাডেমিসহ ১০টি সরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ও ৫১টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গনে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নজরুল ইন্সটিটিউটের পরিচালক এ এফ এম হায়াত উল্লাহ, অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানসহ অনেকে।
সারাবাংলা/এমও