‘দেশে এমন কোনো নদী নেই যেটা দখল হয়নি’
২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫১
ঢাকা: দেশের সব নদীই দখলের শিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেছেন, দেশে এমন কোনো নদী নেই যেখানে দখলদার নেই। নদীগুলোর কোনোটিতে ১০টি, কোনোটিতে একশ কিংবা হাজার জন দখলদার রয়েছে। দখলদারেরা খুবই শক্তিশালী। সেই দখলদারদের উচ্ছেদ করতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে অনুষ্ঠিত ’শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাগরিক সংলাপে’ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশবাদী বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ (আরএসডিবি)।
মুজিবুর রহমান হাওলাদার বলেন, ’নতুন প্রজন্মকে নদী সম্পর্কে সচেতন করতে হবে, যাতে নদীকে তারা ভালোবাসে। আমাদের অস্তিত্ব টিকিটে রাখতে নদীকে রক্ষা করতে হবে। নদীকে রক্ষা না করলে যতই উন্নয়ন করি, তা টেকসই হবে না। দল-মত নির্বিশেষে নদীগুলোকে উদ্ধার করতে হবে। নইলে আমাদের মুক্তি নেই।’
বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের নির্বাহী পরিচালক এএইচএম নোমান বলেন, ’আমাদের দেশ নদীমাতৃক বাংলাদেশ। আজকে দেশে নদী খুঁজে পাওয়া যাচ্ছে না। দখলে দূষণে সব নদী হারিয়ে যাচ্ছে। দেশকে বাঁচাতে হলে, দেশের প্রাণ প্রকৃতি বাঁচাতে হলে অবশ্যই নদীকে বাঁচাতে হবে।’
নদী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদন তৈরি করায় অনুষ্ঠানে ছয় জন সাংবাদিককে নদী পদক দেওয়া হয়েছে। তারা হলেন দৈনিক সমকালের জাহিদুর রহমান, দৈনিক আজকের পত্রিকার সাইফুল মাসুম, ডেইলি স্টারের মোস্তফা ইউসুফ, সারাবাংলা ডটনেটের রাজনীন ফারজানা, বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী ও দীপ্ত টিভির সাদিয়া চৌধুরী।
আরএসডিবি’র উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনাস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, আরএসডিবি’র সাধারণ সম্পাদক ইসমাইল গাজী প্রমুখ।
সারাবাংলা/আরএফ/পিটিএম