‘ভালো থাকিস সবাই’ স্ট্যাটাস দিয়ে কুবি শিক্ষার্থীর আত্মহত্যা
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৮
কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
এদিকে এই ঘটনার আগে দুপুরে অনিক তার ফেসবুক স্টোরিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারও না। একান্তই আমার।’
পুলিশের প্রাথমিক ধারণা, অনিক আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি করলেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
অনিকের বন্ধু সাঈদ আনাস বলেন, ‘অনিক তার মা ও নানির সঙ্গে বসবাস করতেন। তার বাবা প্রবাসে থাকেন। বিকালে নিজ কক্ষে গলায় ফাঁস দেন অনিক। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আনুমানিক বিকাল ৫টার দিকে শাহরিয়ার অনিক মারা গেছেন।’
সারাবাংলা/এমও