Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নিয়ে আর নিউজ করবি— বলেই বেধড়ক পিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পত্রিকায় কর্মরত এক সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারীদের বিরুদ্ধে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলা অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মোশাররফ শাহ দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির সদস্য।

মারধরকারীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মী বলে মোশাররফ শাহ অভিযোগ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মোশাররফ শাহ সারাবাংলাকে বলেন, ‘সাড়ে ১১ টার দিকে উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম। এসময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী আমাকে আটকায়। আমাকে লাঠিসোটা দিয়ে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করে।’

‘মারধরের সময় তারা ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার হুমকি দিয়ে বলেন- আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’

আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব সারাবাংলাকে বলেন, ‘মোশাররফের কপালে চার সেলাই দিতে হয়েছে। তার হাতেও আঘাত আছে। এক্সরে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসা জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে সিএফসি গ্রুপের একাংশের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সারাবাংলাকে বলেন, ‘আমি এই ঘটনা শুনেছি। খোঁজ খবর নিচ্ছি৷ যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিজ্ঞাপন

প্রক্টর ড. নূরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘আমি ঘটনার পর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র গিয়েছি। তাকে চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমএ/একে

চট্টগ্রাম সাংবাদিক সাংবাদিককে মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর