খালেদাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৫
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।
রোববার (২৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে বিক্ষোভ পরবর্তী এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে আইনজীবীদের পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইউএলএফ।
বিক্ষোভ সমাবেশে ইউএলএফ আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, ‘আমরা এই সরকারকে শেষ কথাটি বলে দিতে চাই। অনেক হয়েছে- এই দিন, দিন নয় আরও দিন আছে, সেই দিনকে নিয়ে যাব আপনার (শেখ হাসিনার) পদত্যাগের কাছে। আগামী অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে বিদায় নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি বিদায় নিয়ে এই দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, বেগম খালেদা জিয়াকে বাঁচান, জিয়া পরিবারকে বাঁচান এবং এই দেশকে বাঁচান।’
শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি যত তাড়াতাড়ি দেশে ফিরে মানে মানে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারবেন। এটা এই দেশের জন্য মঙ্গলজনক, মানুষের জন্য মঙ্গল এবং আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে।’
খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। সমাবেশ থেকে গণতান্ত্রিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ইউএলএফ’র কো কনভেনার সুব্রত চৌধুরী, প্রধান সমন্বয়কারী ও বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, আইনজীবী নেতা মোহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, কে এম জাবির, গাজী কামরুল ইসলাম সজল, সৈয়দ মামুন মাহবুব, মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী ও মোহাম্মদ আলী প্রমুখ।
সারাবাংলা/কেআইএফ/এনএস