Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির অছাত্র ও বহিষ্কৃতদের হল ছাড়ার নির্দেশ

চবি করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অছাত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের সোমবারের (২৫ সেপ্টেম্বর) মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে নুর আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ ও এর আগে চবিতে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব এরই মধ্যে শেষ হয়ে গেছে। এসব শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো চবির বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছেন, তাদের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে হলত্যাগ করতে হবে। এ ছাড়াও বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে, তাদেরও একই সময়ে হল ছাড়তে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টার পর ছাত্রত্ব শেষ হওয়া বা বহিষ্কৃত কাউকে হলে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে সারাবাংলাকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অছাত্র ও বহিষ্কৃতদের হল ছাড়তে হবে। যাদের ৮ বছরের মধ্যে ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তাদের অবশ্যই হল ত্যাগ করতে হবে। না করলে আমরা আইনি ব্যবস্থা নেব। এ ছাড়া যারা বহিষ্কৃত আছে, তাদেরও সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

সারাবাংলা/এমএ/টিআর

অছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি টপ নিউজ বহিষ্কৃত শিক্ষার্থী হল ত্যাগের নির্দেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর