Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লাস্টিক কারখানার আগুনে ৬ জন অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৪

ঢাকা: রাজধানীর লালবাগ কেল্লার পাশে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ একই পরিবারের ছয় জন অসুস্থ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়া পরিবার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তাদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে আসা হয়।

অসুস্থরা হলেন- প্লাস্টিক কারখানা মালিক জাকির হোসেন (৬৫), তার স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), তার স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), মেয়ের ঘরের নাতনী জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)।

আহতরা জানান, লালবাগ কেল্লার পেছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে নিজেদের তিন তলা বাড়ির তৃতীয় তলাতেই থাকেন তারা। নিচ তলায় তাদের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন উপরে। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যায়ে তারা ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশিরা মই দিয়ে তাদের পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাদের শরীরের কোনো অংশ দগ্ধ হয়নি। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অক্সিজেন দিয়ে অজারভেশনে রাখা হয়েছে। এ ছাড়া তাদের অন্যান্য চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আগুন প্লাস্টিক কারখানা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর