ঝালকাঠি: ৪০ বছর পর ঝালকাঠির নলছিটিতে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার মো. মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে।
নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালে সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে তৎকালীন সামরিক আদালত ওই মামলায় মামলায় সাজা দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ‘গ্রেফতার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিয়ে ৪০ বছর পালিয়ে ছিলেন আনোয়ার হোসেন। অবশেষে সোমবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’